
বগুড়ার আদমদীঘিতে চুরির অপবাদ সইতে না পেরে ফিরোজ সরদার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
আজ (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কন্দুগ্রাম কাথিলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফিরোজ সরদার কন্দুগ্রাম এলাকার বাচ্চু সরদারের ছেলে।
জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে মোবাইল চুরির অভিযোগে ফিরোজ সরদারকে নিয়ে একটি সালিশ বসে। এ সময় ফিরোজ সরদার মোবাইল চুরি করেছে বলে তাকে দোষী সাব্যস্ত করে মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরবর্তীতে মোবাইল যেখান থেকে হারিয়েছে ওই স্থানে পাওয়া যায়। এমন চুরির অপবাদ সইতে না পেরে ফিরোজ সরদার শনিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours