বাইডেনকে থামতে বাধ্য করলেন ফিলিস্তিন সমর্থক

Estimated read time 0 min read
Ad1

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নাখোশ ডেমোক্র্যাটরা, বিশেষ করে তরুণ মার্কিন ভোটাররা।

ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা যে সহিংসতার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা তা ভালোভাবে নেয়নি। এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দেল এক অনুষ্ঠানে।

আলজাজিরা বলছে, গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতে ওয়াশিংটন ডিসিতে একটি জাতীয় মানবাধিকার প্রচারাভিযানে ভাষণ দিচ্ছিলেন বাইডেন। এ সময় ভাষণের মাঝে কিছুটা সময়ের জন্য বাধার মুখে পড়েন তিনি।

এক ফিলিস্তিন সমর্থক তাকে থামিয়ে দিয়ে বলেন,

‘গাজাকে বাঁচতে দিন, এখনই যুদ্ধবিরতি করুন।’ ফিলিস্তিনপন্থি এই বিক্ষোভকারী এসব কথা বললেও কিছু সময় থেমে ভাষণ চালিয়ে যান বাইডেন। তিনি বলেন, ‘গাজায় বসবাসকারী বেশিরভাগ মানুষ নিরীহ ফিলিস্তিনি। তাদের হামাসের সঙ্গে কিছু নেই।’

ফিলিস্তিন ইস্যু নিয়ে নিজ দলের ভেতরই বেশ বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। অবরুদ্ধ গাজায় খাবার, পানি ও বিদ্যুৎ সরবরাহ সচল এবং মানবিক এই সংকট নিরসনে গত ২৪ ঘণ্টায় প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে একটি চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours