আবদুল্লাহ আল রিয়াদ : চট্টগ্রামের বাঁশখালীতে স্হানীয় জলকদর খাল হতে ভেসে আসা শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুখ ও শরীর অস্বাভাবিক ভাবে ফুলে যাওয়ায় গলায় ঝুলানো তাবিজ ও পরনের কাপড় দেখে লাশটিকে সনাক্ত করে তার পরিবার।
পরিবার সুত্রে জানা যায়, নিহত শিশুর নাম নুর উল্লাহ মাপি(৬) সে উপজেলার ইলশা গ্রামের নুরুল আনসার ও শাহিদা বেগম দম্পতির একমাত্র সন্তান। নুর উল্লাহ স্হানীয় প্রতিষ্টান আবু বক্কর সিদ্দিক (র:) মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র ছিলেন এবং সে পরিপূর্ণ সাঁতার জানতেন বলেও নিশ্চিত করেছে তার পরিবার।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর সন্ধ্যায় নিজ বাড়ীর সামনে থেকে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ হতে থানায় সাধারণ ডায়েরি(জিডি) ও বিভিন্ন সংবাদমাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাহারচরার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া জলকদর খালের রত্নপুর এলাকা হতে ভাসমান অবস্থায় পড়ে থাকা লাশটিকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঁশখালী থানার ওসি মো: কামাল উদ্দীন পি.পি.এম জানান, বিস্তারিত তথ্য ও মৃত্যুর মূল রহস্য উদঘাটনের সুবিধার্থে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগ ও রিপোর্ট অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পরিপূর্ণ সাঁতার জানার পরও নিখোঁজের সাত দিন পর পানিতে ভেসে থাকা লাশ, এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোন কারন? তা নিয়ে পুরো এলাকায় উৎকন্ঠা বিরাজমান।
+ There are no comments
Add yours