বাঁচা-মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ

Estimated read time 1 min read
Ad1

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ।

কিন্তু পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয় টাইগাররা। টানা দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে হাথুরুসিংহের শিষ্যরা। টানা তিন জয় পাওয়া স্বাগতিক ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগার শিবির।

আজ (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ভারত-পাকিস্তান মহারণ ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হিসেবে বিবেচনা করা হয়। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ বাইশগজে একপাশে লড়াইয়ে পরিণত হয়েছে। পাক-ভারত লড়াইয়ের জায়গায় ভারত-বাংলাদেশ ম্যাচ বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে বলে মনে করছেন অনেকে ক্রিকেট বোদ্ধারা। আর তেমন এক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে। তৃতীয় রাউন্ড শেষে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে সাকিব-রোহিতরা। ভারতের টানা তিন জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র একটি।

পরের দুটি ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় পরাজয় বরণ করেছে সাকিব বাহিনী। বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। হারলেই কার্যত শেষ চারের স্বপ্ন শেষ হয়ে যাবে টাইগারদের জন্য।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours