সৌদিআরব রিয়াদে দাগনভূঁইয়া রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

Estimated read time 1 min read
Ad1

কামাল পারভেজ অভি,স্টাফ রিপোর্টারঃ

সৌদিআরবের রাজধানী রিয়াদে দাগনভূইয়া প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠন করা হয়েছে দাগন ভূইয়া রেমিট্যান্স যোদ্ধা কল্যান পরিষদ।

 


বৃহস্পতিবার রাতে কল্যান পরিষদের ফেইসবুক গ্রুপে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কাশেম কে আহবায়ক এবং আলাউদ্দিন জাহাঙ্গীরকে সদস্য সচিব করে ৬৩ সদস্য বিশিষ্ট “দাগনভূঁইয়া রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদের” আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এসময় প্রবাসীদের সমন্বয়ে রিয়াদ শাখায় আরও সাতজন বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “দাগনভূঁইয়া রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কানাড়া প্রবাসী জনাব (দিদার মাহমুদ ভুঁইয়া)।

আহবায়ক কমিটির অন্যতম সদস্য জাহিদ আহসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব হেলাল মিয়া, গ্রুপের এডমিন নবী উল হক (খান সাব), যুগ্ম আহবায়ক ওমর শরীফ খান, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন মনির, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রুবেল, আহবায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, আল হেলাল অশ্রু, ও নবনির্বাচিত কমিটির আহবায়ক আবুল কাশেম ও সদস্য সচিব আলাউদ্দিন জাহাঙ্গীর।
নবগঠিত আহবায়ক নিচে দেয়া হলো
উপদেষ্টাঃ ১,নুরুল আফসার। ২,আনিসুর রহমান ভুঁইয়া। ৩, মাজহারুল ইসলাম শিমুল। ৪, রুহুল আমিন। ৫, আবুল হাসান স্বপন। ৬, মোজাম্মেল হক বাবুল। ৭,ফারুক আহমেদ দুলাল।
আহবায়ক কমিটিঃ
আহবায়ক আবুল কাশেম। যুগ্ম আহবায়ক ..১ মহিউদ্দীন সেলিম। ২, আলাউদ্দিন রহমান (বুলবুল)
৩, মাহমুদ। ৪, শেখ আহাম্মদ শিবলী। ৫, রেজা আহমেদ। ৬, শিপন পাটোয়ারী। ৭,বেলায়েত হোসাইন। ৮, মোহাম্মদ মোবাশ্বের। ৯, ওমর ফারুক। ১০, রবিউল ইসলাম। ১১, সাইফুর রহমান। ১২,আনোয়ার হোসাইন। ১৩, মফিজুর রহমান। ১৪, হামিদুল হক। ১৫, আবু তাহের মাসুদ। ১৬, কফিলউদ্দীন সিন্টু। ১৭, আব্দুল হালিম পিনু। ১৮,শরিফুল আলম সুমন। ১৯,আজাদ হোসেন শিমুল। ২০,জহির উদ্দিন রিয়াজ। ২১, এম এ হক সুমন। ২২, নুরুল আমিন। ২৩, এনামুল হক রাজিব।

আহবায়ক কমিটির সদস্যঃ
সদস্য সচিব, আলাউদ্দিন জাহাঙ্গীর। ১,শিশির মাহবুব। ২,কামাল উদ্দিন পাটোয়ারী। ৩,আব্দুল্লাহ আল-নোমান। ৪,জিয়া উদ্দিন বাবলু। ৫,রিপন মিয়া। ৬,আমির হোসেন সোহেল। ৭,জাকির হোসেন। ৮,হুমায়ূন কবির বাবলু। ৯,এন এম ফয়সাল। ১০,মফিজুর রহমান। ১১,হেলাল উদ্দিন। ১২,মোহাম্মদ তারেক। ১৩, আব্দুল্লাহ নোমান। ১৪,মোহাম্মদ মিলন। ১৫,জহির উদ্দিন। ১৬,আবু সায়েদ তারেক। ১৭,কামাল উদ্দিন। ১৮, মোহাম্মদ সালেহ উদ্দিন। ১৯ শাহ আলম। ২০, নুরুল আফসার। ২১,আবু নাছের। ২২, মিল্লাত খান। ২৩, মোহাম্মদ মোস্তফা। ২৪,মঈন খান। ২৫,ওসমান আলী নিশাত। ২৫,নাইমুল হাসান। ২৬,এম ডি রাসেল। ২৭,সাইফুল আলম মিলন। ২৮ হাফিজ উল্লাহ সেলিম। ২৯,মেসবাহ উদ্দিন। ৩০,হাসান পেয়ার।

নবনির্বাচিত আহবায়ক কমিটির সম্মানিত আহবায়ক আবুল কাশেম দলমত নির্বিশেষে দাগনভূঁইয়া প্রবাসীদের কল্যাণে যার যার অবস্থান থেকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠন কে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে দাগনভূঁইয়া উপজেলার সকল প্রবাসীদের এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে মানবতার কল্যানে কাজ করার আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours