কক্সবাজারের রামুতে ফসল বাঁচাতে কৃষকের দেওয়া বৈদ্যুতিক ফাঁদে পা দিয়ে এক হাতির মৃত্যু হয়েছে।
গতকাল (২৪ অক্টোবর) ভোরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রহিমের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। হাতিটির বয়স আনুমানিক ৮ বছর।
আরিফ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ধান বাঁচাতে কৃষক রহিম মিয়া বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে সেই ফাঁদে পড়ে এ হাতিটি মারা যায়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারোয়ার আলম জানান, ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রহিমের ঘোনা এলাকায় হাতিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মারা গেছে সেটা এখনো স্পষ্ট নয়।
এটি মাঝারি আকৃতির হাতি। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তারপর বিস্তারিত বলা যাবে।
+ There are no comments
Add yours