রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৭ম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা।
এরই লক্ষে গঠিত হলো হাল্ট প্রাইজের পূর্ণাঙ্গ কমিটি। চলতি বছর ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটির ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল কাদের জিলানী এবং ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রান্ত বড়ুয়া এবং সিয়াম ইবনে সোহরাব। এ বছর প্রায় টি টিমের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এই বিষয়ে এবারের ডিরেক্টর আব্দুল কাদের তুহিন বলেন, “আহমেদ আস্কার হাল্ট প্রাইজ হল একটি বার্ষিক প্রতিযোগিতা যেখানে বিভিন্নধরণের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২০১০ সালে আহমেদ আস্কার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এই হাল্ট প্রাইজ এবং এর অর্থায়নে ভূমিকা রাখেন বার্টিল হাল্ট, তাই এই প্রতিযোগিতার নাম হয় “হাল্ট প্রাইজ”। এবার প্রথম বারের ন্যায় হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অংগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর সুবিধার্থে তাদের জন্য বিশেষ ট্রেইনিং সেশনের আয়োজন করা হয়েছে। যেখানে ট্রেইনার হিসাবে থাকছেন পূর্ববর্তী হাল্ট প্রাইজ বিজয়ী সহ আরও বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার প্রমাণ রাখা বর্তমান ও প্রাক্তন প্রতিযোগীরা।
এ বিষয়ে ডেপুটি ডিরেক্টর প্রান্ত বড়ুয়া এবং সিয়াম গতবারের ন্যায় আরো একটি সুন্দর হাল্ট প্রাইজ আয়োজনে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।
+ There are no comments
Add yours