বিএনপির মহাসমাবেশের আগে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরসহ ৬টি জেলায় অভিযান চালিয়ে ২২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে তাদের হাজির করা হয়। আদালত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে ২০৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা জেলার ৬টি থানা এলাকা থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে ওয়ারীতে ২২, যাত্রাবাড়ীতে ১৭, কাফরুলে ১৫, পল্লবীতে ১৯, গেণ্ডারিয়ায় তিনজন, সূত্রাপুরে ৬, ক্যান্টনমেন্টে ১, খিলক্ষেতে ৩, নিউমার্কেটে ৪, কলাবাগানে ১, রামপুরায় ৩, তেজগাঁও শিল্পাঞ্চলে ১, হাতিরঝিলে ১, তেজগাঁও থানার ৩, আদাবরে ৫, মোহাম্মদপুরে ৩, রমনায় ৩, শাহবাগে ২, মতিঝিলে ৩, শাহজাহানপুরে ১, গুলশানে ১, বাড্ডায় ৬, বংশালে ৬, কোতোয়ালিতে ২, চকবাজারে ৬, কামরাঙ্গীরচরে ১০, লালবাগে ৪, কদমতলীতে ১৮, শ্যামপুরে ২, হাজারীবাগে ৬, উত্তরখানে ৫, ডেমরায় ৪, খিলগাঁও থানায় ৮, মুগদায় ২, দারুসসালামে ১০ ও শাহ আলী থানা এলাকায় গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া কেরানীগঞ্জ মডেল থানার ৯ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৬ ও সাভার থানার সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ১২৯ জনকে গ্রেপ্তার করেছিল ডিএমপি। এ নিয়ে দুই দিনে ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকার পুলিশ।
সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশকে সামনে রেখে ঢাকার প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়াও গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় অনেককে গ্রেপ্তার করা হচ্ছে।
+ There are no comments
Add yours