হাজার হাজার মানুষ ও নেতাকর্মী নিয়ে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেবেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
এ লক্ষ্যে শুক্রবার (২৭ অক্টোবর) রাত থেকে মেয়র ভবনের নেতাকর্মীদের জন্য রান্না করা হয় খাবার। তাদের সুবিধার্থে ৩০০ ডেকে চলে রান্না।
এ ব্যপারে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সমাবেশে গাজীপুর থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যোগদান করবেন। তাদের যাতায়াতের জন্য কয়েকশো গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাস যোগে অনেক নেতাকর্মী ঢাকায় যাবেন।
তাদের সুবিধার্থে নিজস্ব বাসভবনে ৫০ হাজার নেতাকর্মীদের জন্য ৩ শতাধিক ডেকে খাবার রান্না করা হয়েছে। এ ছাড়া কোনাবাড়ি, কাশিমপুর এলাকায়ও আলাদাভাবে নেতাকর্মীদের জন্য খাবার রান্না করা হয়েছে। তাদের সুবিধার্থে খাবার ম্যানুতে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট ও ডিম রাখা হয়েছে।
এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা রিয়াজ মোহাম্মদ আয়নাল বলেন, জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। সড়ক সুরক্ষায় শতশত নেতাকর্মী রাজপথে রয়েছে। সকাল ১১টায় জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাবেন। এরই মধ্যে ব্যানার, ফেস্টুন, লিফলেট নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
+ There are no comments
Add yours