সড়কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিল জামালপুর জেলা পুলিশ

Estimated read time 1 min read
Ad1

জামালপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে জেলা পুলিশ বিভিন্ন যানবাহনে স্টিকার লাগিয়ে চালক ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

আজ (১) নভেম্বর বিকালের জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জামালপুর জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন যানবাহনে চালক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য স্টিকার লাগান জামালপুর জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান ও পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (বিপিপিএম)। জামালপুর কেদ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন যানবাহনে স্টিকার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর সদর সার্কেল এসপি মোঃ সোহরাব হোসেন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ, জেলা বাস – মিনিবাস শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি মাহাবুব আলম বাবলা, জামালপুর ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মওলা। সহ বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেত্রী বর্গ। পুলিশ সুপার বলেন, যে কোন প্রয়োজনে পুলিশ আছে আপনার পাশে ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours