নওগাঁর রাণীনগরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে মোটরসাইকেল আরোহী জয়নাল সরদার ও চালক জুয়েল হোসেন নামে দুজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার রেলগেট সংলগ্ন বিষ্ণুপুর ছোট ব্রিজে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে অজ্ঞাতদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আহত জয়নাল সরদার জানান, ওই দিন তারা দলীয় কাজ শেষে তিনটি মোটরসাইকেল করে বড়গাছা থেকে রাণীনগরের দিকে ফিরছিলেন। ফেরার পথে উপজেলার রেলগেট সংলগ্ন বিষ্ণুপুর নামক স্থানের ছোট ব্রিজে এলেই তাদের বাইক লক্ষ্য করে কে বা কারা তিনটি ককটেল নিক্ষেপ করে।
এ সময় বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয় এবং রাস্তার পাশে থাকা খড়ে আগুন ধরে যায়। ফলে এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। এ সময় প্রথম মোটরসাইকেলে থাকা জয়নাল ও জুয়েল পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পেছনে থাকা অন্য মোটরসাইকেল আরোহীদের তেমন কোনো ক্ষতি হয়নি। পরে আহত জয়নাল ও জুয়েলসহ অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পরে রাতেই জয়নাল সরদার বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানার ওসি সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অন্যান্য উপকরণ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
+ There are no comments
Add yours