অবরোধে এনজিও কর্মীর টাকা ছিনতাই, ৩ কিশোর গ্রেপ্তার

Estimated read time 1 min read
Ad1

বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনে সিরাজগঞ্জে পিকেটিংকালে শাবল দিয়ে রাস্তার কার্পেটিং তোলা, অটোরিক্সা ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পুলিশকে গালিগালাজ এবং এক এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের খোকসাবাড়ি ইউনিয়নের তেলকুপি কড়িতলা মোড়ে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে অভিযান চালিয়ে ওই তিন কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- শহরের সয়াগোবিন্দ মহল্লার হান্নান সেখের ছেলে হৃদয় সেখ ও একই মহল্লার শামীম রেজার ছেলে অনিক হাসান জয় ও লাভলু সেখের ছেলে শরিফ সেখ।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের কড়ইতলা মোড়ে বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পিকেটিং করছিল।

তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকার বিরোধী শ্লোগান দেয় ও পুলিশকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং শাবল দিয়ে রাস্তার কার্পেটিং তুলে ফেলে। এ সময় ওই স্থান দিয়ে যাওয়ায় একটি সিএনজি চালিত অটোরিক্সা ভাঙচুর এবং এনজিও কর্মীকে মারধর করে তার কাছে থাকা ৪ হাজার ৮০০ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০/৪৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours