বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের গাছ কাটে দুর্বৃত্তরা। সেই গাছ ফেলে মানিকগঞ্জ এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা।
এতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে রাস্তা থেকে গাছ সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সদর উপজেলার জাগীর কাঁচা আরদের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলরা হাইওয়ে থানার (ওসি) সুকেন্দ বসু।
সদর উপজেলার উচুটিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান দিপু বলেন, ‘ভোর ৪টার দিকে বিকট শব্দ করে জাগীর কাঁচা আরদের সামনের লাইনটি পড়ে যায়। পরে আমরা সেখানে গিয়ে দেখতে পাই রাস্তায় একটি গাছ পড়ে রয়েছে। সেই গাছের ডালে জড়িয়ে বিদ্যুতের খাম্বা থেকে তিনটি তার ছিঁড়ে গেছে।’
গোলরা হাইওয়ে থানার ওসি সুকেন্দ বসু বলেন, ‘মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। রাস্তায় পড়ে থাকা গাছটি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’
+ There are no comments
Add yours