সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তৃতীয় দফায় ফের শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি। এ দফার প্রথম দিনেই অবরোধের প্রভাব পড়েনি রাজধানীর সড়কে।
আজ (৮ নভেম্বর) দিনের শুরুতেই রাজধানীর বিভিন্ন সড়কে ছিল গাড়ির চাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরো বাড়তে থাকে। একইসঙ্গে কোথাও কোথাও যানজটও দেখা গেছে।
রাজধানীর মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই চলাচল করছে গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস, স্টাফবাস, মোটরসাইকেল ও সিএনজি।
একইসঙ্গে গাড়ির চাপ বেশি থাকায় তৈরি হচ্ছে যানজটও। মোড়গুলোতে দিতে হচ্ছে সিগন্যাল। সকাল থেকেই স্বাভাবিক সময়ের মতোই দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক বিভাগের সদস্যদের।
এছাড়া দেখা গেছে, ধানমন্ডি থেকে নিউমার্কেট অভিমুখ আসা প্রতিটি বাসই যাত্রীতে পরিপূর্ণ। অবরোধের শুরুর দিকে যেমন ফাঁকা সড়ক ও গণপরিবহন স্বল্পতা ছিল আজ তা নেই। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে চারসড়কের গাড়ির ক্রসিং এর জন্য একটু পর পর দিতে হচ্ছে সিগন্যাল। যাত্রীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না গাড়ির জন্য।
এদিকে অবরোধ ঘিরে নাশকতা ঠেকাতে সড়কে টহল দিতে দেখা গেছে নিউমার্কেট ও ধানমন্ডি মডেল থানা পুলিশ সদস্যদের। এছাড়াও সকাল থেকেই মার্কেট ও শপিং সেন্টার অধ্যুষিত জনবহুল এই এলাকায় দোকানি ও ব্যবসায়ীদেরও নিজেদের প্রতিষ্ঠানে যেতে দেখা গেছে।
গত কয়েকদিন ধরে সড়কে যানজট কম থাকায় খুব দ্রুতই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে উল্লেখ করে অন্তর হাওলাদার নামের আরেক যাত্রী বলেন, নিউমার্কেটে আমার দোকান রয়েছে। প্রতিদিনই মিরপুরের বাসা থেকে এখানে আসি। এমনিতে একঘণ্টা বা কখনো কখনো এরও বেশি সময় লাগে। কিন্তু গত কয়েকদিন ধরে এত সময় লাগছেনা। আজ মাত্র ৩০ মিনিটে এখানে চলে এসেছি।
+ There are no comments
Add yours