নতুন শিক্ষাক্রম : শিক্ষার্থী মূল্যায়নে ‘নৈপুণ্য’ অ্যাপ উদ্বোধন

Estimated read time 1 min read
Ad1

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নভিত্তিক অ্যাপ নৈপুণ্য উদ্বোধন করা হয়েছে।

আজ (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যাপটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যনির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংবাদিক ও কলামিস্ট সুভাষ সিংহ রায়সহ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্ত বিভিন্ন বোর্ড ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অ্যাপ নির্মাণে সহযোগিতা করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। অনুষ্ঠানে এটুআই কর্মকর্তারা জানান, নৈপুণ্য অ্যাপ হবে শিক্ষা মন্ত্রণালয়ের ব্ল্যাক বক্স। ভবিষ্যতে কোনো তথ্য দরকার হলে এই অ্যাপ থেকে সহযোগিতা পাওয়া যাবে। শিক্ষার্থীরা যা-ই অর্জন করবে, তার রেকর্ড এখানে থাকবে। শিক্ষার্থীদের তথ্য এই অ্যাপে সংরক্ষণ করা যাবে। শিক্ষার্থীরা তাদের অর্জন যে কোনো সময় এই অ্যাপে দেখতে পারবে। এটি শিক্ষা ব্যবস্থার একটি বড় মাইলফলক হয়ে থাকবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours