মৌলভীবাজারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট নিয়ে রেজাউল করিম নাঈম নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ (৮ নভেম্বর) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার শহরতলির বর্ষিজোড়া গ্রামে ওই যুবককে কুপিয়ে জখম করা হয়। নিহত রেজাউল করিম নাঈম ওই এলাকার চেরাগ মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. হারুনুর রশিদ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় নাঈমের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর লেখার অভিযোগ এনে তার বাবা চেরাগ মিয়ার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন একই গ্রামের নুরুল মিয়া। একপর্যায়ে নুরুল মিয়া তার ছেলে রনিসহ সবাই মিলে তাদের পরিবারের ওপর হামলা চালায়। পরবর্তীতে রেজাউল করিম নাঈমকে ধারালো ছুরি দিয়ে পর্যায়ক্রমে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
+ There are no comments
Add yours