জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীদের তৃতীয় হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সফট ওপেনিং অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি ও হলটির প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগের সভাপতিত্বে হলটি চালু করা হয়।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভিন।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে নিয়ে উপাচার্য ফিতা কেটে হল খুলে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন। পরে হলের অভ্যন্তরে বিভিন্ন ব্লক, ডাইনিং, ক্যান্টিন, পার্লারসহ বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রধান প্রকৌশলী, সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্ট, প্রকৌশল দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও হলের কর্মকর্তা-কর্মচারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours