
বিশেষ প্রতিনিধি: সৌদীআরবের রাজধানী রিয়াদে চিকিৎসা সেবা লাইনে ভারতীয়দের জয়জয়কার ছিল। ইচ্ছা না থাকলেও কোন বাংলাদেশী প্রতিষ্ঠান না থাকায় বাংলাদেশী প্রবাসীরা চিকিৎসাখাতে প্রচুর অর্থ ব্যয় করতো ভারতীয় ক্লিনিকগুলোতে।
একটা সময় কিছু উদ্যোমী প্রবাসী বাংলাদেশী প্রবীন তরুন মিলে গত ৬-৭ বছর পূর্বে ঢাকা মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করলেও এ সুখ তাদের কপালে বেশীদিন স্হায়ী হলো না। প্রতিষ্ঠান এদেশীয় একজন নাগরিক দখল করে নেয়ায় তা নিয়ে মামলা চলছে। নিম্ন আদালতের রায় বাংলাদেশী উদ্যোক্তাদের পক্ষে এসেছে এবং চূড়ান্ত রায়ও তারা পাবেন এমনটি প্রত্যাশা করছেন বাংলাদেশী উদ্যোক্তাগণ।
এ যখন অবস্হা তখন ওই তরুন উদ্যোক্তারা প্রবাসী বাংলাদেশীদের সেবার বিষয়টি মাথায় রেখে ও অধিকতর গুরুত্ব দিয়ে সানসিটি ক্লিনিক নামক ক্লিনিকটি ভারতীয় কেরালাদের থেকে কিনে নেয় এবং প্রতিষ্ঠানকে নতুন আঙ্গিকে নতুন ডিজাইনে নতুন মাত্রায় তৈরী করে। বর্তমানে এ সানসিটি ক্লিনিকে প্রায় ১৩ জন চিকিৎসক ও ৩জন ল্যাব স্পেশ্যালিস্ট দায়িত্বরত:। এছাড়া প্রবাসে চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান চালাতে যা যা প্রয়োজন তার সবই প্রস্তুত রেখেছেন কর্তৃপক্ষ।
যেহেতু ক্লিনিক সেবামূলক প্রতিষ্ঠান সেহেতু এ বাংলাদেশী প্রতিষ্ঠানের সেবা প্রবাসীরা কিভাবে নিতে পারে এবং ব্যবসায়ীরাও তাদের নিকটাত্মীয় বন্ধু স্বজনদের কিভাবে চিকিৎসা সেবার জন্য সহযোগীতা করতে পারে এমন বিষয়ের উপর আলোকপাত করতে সানসিটি ক্লিনিকের মার্কেটিং টীম মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ ইউসুফ খাঁনের নেতৃত্বে গত ১১ নভেম্বর শনিবার রাত ১১-৩০ মিনিটে সানসিটি ক্লিনিক ও মার্কাজ জামাল ব্যবসায়ীদের সমন্বয় করে সানসিটি ক্লিনিক অডোটরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করে। প্রায় ১২০ জন ব্যবসায়ী এ সভায় উপস্হিত ছিলেন।
উক্ত এ সভায় সভাপতিত্ব করেন ডিএমসি গ্রুপ এর ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী। মার্কেটিং এডভাইজার বেলাল হোসেন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ডিএমসি গ্রুপের এমডি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন- ডিএমসি গ্রুপের ডিএমডি সাখাওয়াত হোসেন আরমান, ডিরেক্টর মার্কেটিং জাকির হোসেন, ডিরেক্টর আব্দুল ওয়াহিদ, ডিরেক্টর ইয়াকূব, ডিরেক্টর আনোয়ার, মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ ইউসুফ খাঁন, মার্কেটিং এক্সিকিউটিভ এটিএম রেজাউল করিম।
মার্কেটিং অফিসার ছাদেক হোসেন এর পবিত্র কোরান থেকে তিলোয়াতে আলোচনায় ব্যবসায়ীদের মধ্য থেকে অংশ নেন আবু বক্কর, আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ, মাসুদ পারভেজ, আব্দুল আজীজ লিটন, হোসেন সোহেল,ফারুখ শিকদার, হামজা,গোলাপ, প্রমুখ।
বাংলাদেশী প্রতিষ্ঠান সানসিটি ক্লিনিক কর্তৃপক্ষ জামাল কমার্শিয়াল সেন্টারের সকল ব্যবসায়ীদের চিকিৎসা সেবার ক্ষেত্রে সম্ভাব্য সম্ভব সকল প্রকার সুযোগ সুবিধা ব্যবসায়ীদের অবগত করেন। ব্যবসায়িক নেতৃত্ব সানসিটি ক্লিনিককে সার্বিকভাবে বাংলাদেশী প্রতিষ্ঠান সানসিটি ক্লিনিককে সর্বান্ত:করনে সকল প্রকার সহযোগীতা করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours