চট্টগ্রামে শনাক্ত হয়েছে বিরল ডেন-১ সেরো টাইপ, যাতে চট্টগ্রামের ১১ শতাংশ মানুষ আক্রান্ত। অন্যদিকে চট্টগ্রামে ডেঙ্গু রোগীদের ৭৫ শতাংশই ডেন-২ সেরো টাইপে আক্রান্ত।
এসপেরিয়া হেলথ রিসার্চ এবং ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সম্প্রতি চট্টগ্রামের ছয় প্রতিষ্ঠানের গবেষকদের যৌথ গবেষণায় উঠে আসে এসব তথ্য।
ডেঙ্গু নিয়ে করা গবেষণায় উঠে আসে, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৫ শতাংশই পুরুষ। ডেঙ্গু রোগীদের প্রতি পাঁচজনে একজন শিশু। এ জেলার বেশ কয়েকটি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত হয়।
গবেষণায় উঠে আসে, চট্টগ্রামের ৯৯ শতাংশ রোগী জ্বরে আক্রান্ত। শিশুদের ক্ষেত্রে ১০০ শতাংশ রোগীর মাঝে জ্বরের লক্ষণ দেখা যায়। এ ছাড়া, স্বল্পশিক্ষিত মানুষের মাঝে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেছে। পঞ্চম শ্রেণির বেশি পড়াশোনা করেননি এমন ডেঙ্গু রোগী ছিল চট্টগ্রামে ৪৫ শতাংশ।
গবেষণা বলছে, চট্টগ্রামের ৬০ শতাংশ ডেঙ্গু রোগীর আবাসস্থল পাঁচটি এলাকার মধ্যে রয়েছে- বাকলিয়া, চকবাজার, কোতোয়ালি, ডবলমুরিং ও বায়েজিদ বোস্তামী থানা। এ ছাড়াও গ্রামাঞ্চলের মধ্যে সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়া এবং কর্ণফুলী এলাকা থেকে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে। যাদের সেরো টাইপ-১ পাওয়া গেছে তাদের ৭০ শতাংশ শিশু। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত শিশুর মধ্যে শহর এলাকায় বেশি। শিশুদের মধ্যে ৭০ শতাংশ এসেছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। শহর ও গ্রাম উভয় জায়গাতেই প্রাপ্তবয়স্কদের মধ্যে ডেঙ্গু সেরো টাইপ-২ বেশি দেখা গেছে, যা প্রায় ৭৫ শতাংশ।
চট্টগ্রামের ২০ ভাগ মানুষ জানেন না ডেঙ্গু আক্রান্তের মূল কারণ মশা। জমাট বাঁধা পানি থাকলে ডেঙ্গু মশার বিস্তার বাড়ে- এ তথ্যও জানেন না ১৫ শতাংশ মানুষ। এ ছাড়াও ডেঙ্গু আক্রান্ত হওয়া ৪০ শতাংশ রোগী মশারি ব্যবহার করত না। চট্টগ্রামে পাঁচ শতাংশ মানুষের আগেও ডেঙ্গু হওয়ার ইতিহাস ছিল। ১১ শতাংশ লোকের মধ্যে ডেন-১ এবং ১৪ শতাংশ লোকের মধ্যে ডেন-৩ পাওয়া যাচ্ছে।
গবেষণার সমন্বয় ও তত্ত্বাবধানে ছিল স্বাস্থ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এসপেরিয়া হেলথ রিসার্চ ও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। গবেষণার সময়কাল ছিল চলতি বছরের জুলাই থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চট্টগ্রামের ছয়টি সেবা প্রদানকারী কেন্দ্রে। গবেষকগণ মনে করেন, হটস্পট চিহ্নিত জায়গায় পানি জমাট হয়ে থাকা এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
+ There are no comments
Add yours