দেশে একাধিক জায়গায় যানবাহনে আগুন

Estimated read time 1 min read
Ad1

ধানমন্ডি

রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তিনি বলেন, ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে।

ফেনী

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টা ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মহিপালে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফেনীর মহিপালের নোয়াখালী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ফেনীর মহিপালে নোয়াখালী বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে ট্রাক ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পৌর শহরে বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তানভীর হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নেভানো হয়। ট্রাকের চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। দুই চাকা, কেবিনসহ ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ট্রাকে আগুনের ঘটনার আধাঘণ্টা পরই পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পৃথক দুই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যাত্রাবাড়ী

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

এর আগে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সোয়া ৮টার পর আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

নেত্রকোণা

নেত্রকোনার কেন্দুয়ায় রাতে হাঁসভর্তি পিকআপে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।

উপজেলার কান্দিঊড়া ইউনিয়নের কান্দিঊড়া গ্রামের পিকআপের মালিক মনসুর মিয়া বলেন, ‘আমি বারহাট্টা থেকে ৭০০ হাঁস নিয়ে রাত ১১টার দিকে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের গগডা গ্রামে নিয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে কেন্দুয়া চিরাং সড়কের বাট্টা মোড়ে পৌঁছলে কয়েকজন দুষ্কৃতকারী আমার হাঁসভর্তি পিকআপে আগুন জ্বালিয়ে দেয় এবং হাঁসগুলো লুট করে নিয়ে যায়। আমি লাফ দিয়ে কোনোভাবে জীবন বাঁচাই। এতে আমার ১০ লাখ টাকার পিকআপের সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়।’

কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, ‘দুষ্কৃতকারীরা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারার অপরাধ করেছে। হরতাল পালনকারীরা এ ঘটনা ঘটাতে পারে।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours