বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের দুই দিনে সারা দেশে ১৯টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ (২০ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস এ তথ্য জানায়। রোববার (১৯ নভেম্বর) থেকে সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৭টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৯টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।
এর মধ্যে ঢাকা শহরে ৪টি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে।
এ ঘটনায় ১০টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি অটোরিকশা, ১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩১ ইউনিট ও ১৫৬ জন সদস্য কাজ করেন।
+ There are no comments
Add yours