উলিপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অংশীজনের মতবিনিময় সভা

Estimated read time 1 min read
Ad1

‘স্বাস্থ্যসেবার মানোয়ন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশহণ’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ নভেম্বর) সকালে বণিক সমিতির কার্যালয়ে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে সলিডারিটি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সলিডারিটি’র কো ফোকাল পার্সন সুনীল কুমার দাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন,উলিপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহম্মদ সরকার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প.প কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন সরকার ভকত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম সিদ্দিক, ইকবাল হাসান চাঁদ প্রমূখ৷

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে স্বাস্থ্যসেবার মানোয়ন্নয়নে পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাক্তার ও রোগীদের মাঝে সেতু বন্ধন তৈরি করা, হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নতিকরণ সহ স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য হাসপাতাল কর্তৃপক্ষের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং উপর মহলের দৃষ্টি আকর্ষন করে স্বাস্থ্যসেবায় সকল সমস্যা সমাধানকল্পে সর্ব মহলের প্রতি আহ্বান জানান।
 
 
 
 
 
 
 

ইউনুস আলী

কুড়িগ্রাম প্রতিনিধি

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours