দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিতে দলীয় মনোনয়নের জন্য ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলাসহ ৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে গত মঙ্গলবার বিকেল পর্যন্ত জানা গেছে।
আওয়ামী লীগের এসব দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের পক্ষের কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঢাকায় দলের কেন্দ্রীয় অফিস থেকে দলীয় ফরম সংগ্রহ করে দলীয় মনোনয়ন পেতে হাইকমান্ডের কাছে দৌড়-ঝাপ করছেন।
মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অবস্থানের কথা তুলে ধরে বলেন , দলের হাইকমান্ডের কাছে তাঁরা মনোনয়ন চেয়েছেন দল পছন্দ করে যাকে মনোনয়ন দিবে ব্যক্তির জন্য না হলেও তাঁরা নৌকার পক্ষে কাজ করবেন বলে জানান।
তিনি গাইবান্ধা জেলার সদরের ৪ বারের নির্বাচিত (এম এল এ) ও এমপি, মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ, গাইবান্ধা জেলা গভর্নর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মরহুম লুৎফর রহমান এমপির স্নেহের বড় নাতনী। এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ও সহ-সভাপতি, মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক, রাজগঞ্জ ইয়্যুথ ক্যাম্প , জলপাইগুড়ি ভারতের ক্যাম্প ইনচার্জ, বোনার পাড়া কলেজের প্রতিষ্ঠাতা, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তৎকালীন জনপ্রিয়, জননেতা,বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,মরহুম অধ্যক্ষ আতাউর রহমানের জৈষ্ঠ্য কন্যা।
+ There are no comments
Add yours