মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া; চট্টগ্রামের কক্সবাজার রেললাইনে সাতকানিয়া কেঁওচিয়া অংশে নতুন ৪ টি কালভার্টে কাজ দ্রুত চলছে।
গত আগস্ট মাসে সাতকানিয়া ভয়বহ বন্যায় সাতকানিয়ার কেঁওচিয়া অংশে রেললাইন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যা এই মেগাপ্রকল্পকে প্রশ্নবৃদ্ধ করে, বন্যায় কেঁওচিয়া কালিয়াইশের ব্যাপক ক্ষতি যা রেললাইনে ব্রিজ কালভার্ট কম হওয়াতে পানি বৃদ্ধ হয় মনে করে স্থানীয়’রা ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শনে গেল রেলমন্ত্রী কেঁওচিয়া চেয়ারম্যান নতুন কয়টি ব্রিজ দেওয়া দাবী জানান।
রেলমন্ত্রী ওয়াদা করেন নতুন ব্রিজ হবে তার দেওয়া ওয়াদা ও কেঁওচিয়া, কালিয়াইশে মানুষের দাবী পেক্ষিতে কেঁওচিয়া ইউনিনের তেমহনী ৬ মিটার করে নতুন ৪ টি কালভার্ট কাজ দ্রুত চলছে। পহেলা ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজার রেল যাবে ব্রিজ গুলো রাতদিন কাজ করে যাচ্ছে রেললাইন ঠিকাদারি প্রতিষ্ঠান।
নতুন কালভার্ট হওয়াতে খুশি কেঁওচিয়া’বাসী কেঁওচিয়া ইউনিনের চেয়ারম্যান ওসমান আলী মাননীয় রেলমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ও চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান
+ There are no comments
Add yours