কষ্ট করে ফলানো কৃষকের জমি থেকে বিভিন্ন প্রকার শাকসবজি পাইকারি দামে কিনে, স্বল্প দামে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে বিক্রি করছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে নেতাকর্মীরা।
আজ (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রামের খলিলগঞ্চ বাজারে এসব শাকসবজি বিক্রি করা হয়। সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সরাসরি কৃষকের জমি থেকে বিভিন্ন প্রকার শাকসবজি পাইকারি দরে কিনে এনে খলিলগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে প্রতি পিস লাউ ২০ টাকা, প্রতি কেজি ফুলকপি ২০ টাকা, মুলা ২০ টাকা ও প্রতি আঁটি বিভিন্ন প্রকার শাক ১ থেকে ২ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রথম দিনে ৫ শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে এসব সবজি বিক্রি করা হয়।
খলিলগঞ্জ এলাকার রিকশাচালক আলী আকবর বলেন, কম দামে বিভিন্ন প্রকার সবজি বাজারে পেয়ে সব কম কম করে কিনেছি। এখানে যদি প্রতিদিন পাওয়া যায় তাহলে এখান থেকেই কাঁচাবাজার কিনব। এ রকম বাজার হওয়ার কারণে আমার মতো অনেক মানুষের উপকার হবে।
+ There are no comments
Add yours