চট্টগ্রামে ৫ আসনে নতুন মুখ, ১১ আসনে বর্তমানরা

Estimated read time 1 min read
Ad1

 চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই নতুন প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে জোটের দুই আসনও রয়েছে। অন্য ১১ আসনে বর্তমান এমপিরাই নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। তবে আওয়ামী লীগের দুই এমপি বাদ পড়েছেন।

আওয়ামী লীগের যে দুই এমপি বাদ পড়েছেন তারা হলেন চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলম ও চট্টগ্রাম-১২ আসনের সামশুল হক চৌধুরী। আর চট্টগ্রাম-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মনোনয়ন চাননি।

জানা গেছে, এবার ২১৮ জন মনোনয়ন ফরম নিয়েছিলেন। মনোনয়ন বোর্ড তাদের মধ্য থেকে ১৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।

আওয়ামী লীগের যে দুই এমপি বাদ পড়েছেন তারা হলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের দিদারুল আলম ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সামশুল হক চৌধুরী। তবে চট্টগ্রাম-২ (মিরসরাই) আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবার মনোনয়ন চাননি।

এছাড়া চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জোটের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের আসনে আওয়ামী লীগের দুজনকে মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন ফটিকছড়িতে খদিজাতুল আনোয়ার সনি ও হাটহাজারীতে এম এ সালাম।

যে ১১ জন বর্তমান এমপি পুনরায় মনোনয়ন পেয়েছেন তারা হলেন- চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৬ (রাউজান) এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এম আবদুল লতিফ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours