আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।
সোমবার (২৭ নভেম্বর) রাতে পৌর শহরের বাদেমনসুর নিজ বাসায় দলীয় নেতাকর্মী, সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। মতবিনিময় সভায় সফি আহমদ সলমান বলেন, উপজেলার সর্বস্থরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। এ উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি।
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা চেয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগের নিকট তার আবেদনটি পাঠিয়েছেন বলে জানান তিনি। এর আগে সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন।
সফি আহমদ সলমান উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান ছিলেন এবং গত উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী আ স ম কামরুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।
উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী।
+ There are no comments
Add yours