গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিপণ আদায়ের জন্য বাল্যবন্ধুকে হত্যার রহস্য উদঘাটনসহ জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।
গতকাল (২৯ নভেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই গাজীপুর ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
গ্রেপ্তার জয় চন্দ্র রায় (১৯) দিনাজপুরের নারায়নপুর দেবপাড়া গ্রামের কমল চন্দ্র রায়ের ছেলে। পুলিশ সুপার বলেন, কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকায় স্থানীয় ইউনুছ আলীর বাড়ীর ভাড়াটে হিসেবে বসবাস করে রাজমিন্ত্রির যোগালীর কাজ করতেন আজাদ খান (২০)।
গত ২৪ নভেম্বর রাত সাড়ে ৭ টার দিকে আজাদ বাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে বাসায় না ফিরলে আজাদ খানের মা তার ছেলের মোবাইলে ফোন কল করলে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন রিসিভ করে তাকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং ছেলেকে পেতে হলে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ অবস্থায় লোকজন নিয়ে ছেলেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে গত ২৭ নভেম্বর সন্ধ্যায় কলাবাঁধা এলাকায় স্থানীয় মধুর মাছের খামারে ভাসমান অবস্থায় ছেলের মরদেহ শনাক্ত করা হয়।
+ There are no comments
Add yours