বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ ঝারাখালী গ্রামের আলহাজ নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
এছাড়াও নিয়মিত স্কুলে না আসাসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু হানিফের বিরুদ্ধে।
এই ঘটনায় একই এলাকার চাকরিপ্রার্থী রিপন হাওলাদার বরগুনা জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, আলহাজ নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০২২ সালের ২১ আগস্ট।
অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়ার ৪টি শূন্য পদে আবেদন করেন মোট ২৪ জন। ওই সময় কারো চাকরি হয়নি। পরে গত ১২ অক্টোবর পত্রিকায় আবার বিজ্ঞপ্তি দেন। এরইমধ্যে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু হানিফের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। বিদ্যালয়টির দাতা সদস্য আলী আকবর হাওলাদার অভিযোগ করে বলেন, বিভিন্ন চাকরির প্রার্থীদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক।
তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি ওই স্কুলে সরেজমিন পরিদর্শন করেছি। সেখানে শিক্ষার্থীর সংখ্যা খুব কম পাওয়া গেছে এবং নিয়োগ বাণিজ্যের বিষয়ে প্রধান শিক্ষক রোববার এসে নিয়োগসংক্রান্ত কাগজ দেখাবেন।
+ There are no comments
Add yours