ঢাবিতে মেট্রোরেল, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবে শিক্ষার্থীরা

Estimated read time 0 min read
Ad1

দেশের প্রথম বিদ্যুৎ চালিত ও দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেলের একটি স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তৈরি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য একটি আনন্দ মিছিলসহ নানা আয়োজন করা হয়েছে।

আজ (১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোছাদ্দেক বিল্লাহ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ ডিসেম্বর (শনিবার) ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হতে যাচ্ছে। ঢাবি স্টেশনের আনুষ্ঠানিক যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত।

এই আনন্দ প্রকাশের জন্য ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মেট্রো অ্যাট টিএসসি : থ্যাংক ইউ শেখ হাসিনা’ অনুষ্ঠানের আয়োজন করেছে। ওইদিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে।

এছাড়া আনন্দ র‍্যালি, ‘থ্যাংক ইউ শেখ হাসিনা’ সম্বলিত মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গান পরিবেশন, মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্ল্যাকার্ড, পোস্টার ও ভিজ্যুয়াল প্রদর্শনী, রাজু ভাস্কর্যের পাদদেশে আলপনা অঙ্কন, আর্ট ক্যাম্প, অ্যাকশন পেইন্টিং, গণস্বাক্ষর কর্মসূচি, রঙ্গ উৎসব ইত্যাদির সমন্বয়ে তৈরি অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours