টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে অস্ত্রধারী এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
২২ জুলাই (বুধবার) গভীর রাত ২টার দিকে টেকনাফে দায়িত্বরত র্যাব-১৫(সিপিসি-১) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য একদল ডাকাত অবস্থানের খবরে র্যাবের একটি চৌকষ দল এই অভিযানে নামে।
এরপর ডাকাত দলের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেরে গুলিবর্ষন শুরু করলে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে সেখান থেকে র্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত যুবক হ্নীলা ইউনিয়ন লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া সফিক উল্লাহ পুত্র রশিদউল্লাহ (২৭)। সে পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দলের সক্রিয় সদস্য। এদিকে ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ২টি এলজি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র্যাব।
+ There are no comments
Add yours