জামালপুর জেলা শহরের পাঁচ রাস্তা এলাকার ( শেখেরভিটা ) রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কাই জামালপুর থানায় কর্মরত চার পুলিশ সদস্য সরকারি দ্বায়িত্ব পালনকালে, পুলিশ পিক আপের-ট্রেনের এক মর্মান্তিক সংঘর্ষ হয়।
রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৪টা ১৫মিনিটের সময় এ ঘটনা ঘটে। মুমুর্ষু আহত কনস্টেবল নং -৪৮৬ মোঃ আহছানুল হক (৩৩) , গ্রামঃ রাজনগর ডাকঘরঃ চৈতা, থানাঃ কমলাকান্দা , জেলাঃ নেত্রকোনা কে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বাকী সদস্য চিকিৎসাধীন আছেন। পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যুতে তার জানাজায় পুলিশ সুপার জামালপুর মোঃ কামরুজ্জামান (বিপিএম) শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
পুলিশ লাইন্স জামালপুরে নিহতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। জেলা পুলিশ, জামালপুরের একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমদের “ফিউনারেল গার্ড” প্রদান করেন।
পরে পুলিশ সুপার মরহুমের পরিবারবর্গের সাথে কথা বলেন, সমবেদনা জ্ঞাপন করেন ও শোকবার্তা প্রদান করেন। জেলা পুলিশের পক্ষ থেকে দাফন- কাফনের জন্য নগদ টাকা প্রদান করেন। পরে পুলিশ সুপার মরহুমের পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।
+ There are no comments
Add yours