মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তুলাতলি সংলগ্ন মার্কেটে ৮টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুন লাগার ঘটনাটি ঘটে।
লোহাগাড়া ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের অব্যাহত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হল যথাক্রমে নুরুল আলমের দুটি মোটর পার্টস দোকান, রহমত উল্যাহ দুটি, একটি গ্যাসের,অন্যটি তেলের দোকান, আনোয়ার রাইচমিল, জহির উদ্দিন,র মোটর সাইকেলের দোকান, তারেকের পার্টসের দোকান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটর সাইকেল ওয়ারলিং, অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দোকানের মধ্যে রয়েছে, গ্যাস সিলিণ্ডারের, অকটেন, চালের আড়ত, সিএনজি এবং মোটরসাইকেল ওয়ার্কশপ ও মোটরস পার্টসের দোকান।
ক্ষতিগ্রস্থ নুরুল আলম জানান, আমার দুটি পার্টসের দোকান আগুন লেগে পুড়ি গেছে। আমি কোন কিছু বের করতে পারিনি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমুখ।
ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান জানান, আগুন লাগার ঘটনাটি শুনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।
+ There are no comments
Add yours