মহাসড়কে কাঁটা বিছিয়ে গ্রেপ্তার ৮

Estimated read time 1 min read
Ad1

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে খড়কপুর এলাকায় গাড়ির চাকা পাংচার করে নাশকতা সৃষ্টি করতে বিশেষ কায়দায় লোহার পাতের তৈরি কাঁটা রাস্তায় বিছিয়ে রাখে কতিপয় দুষ্কৃতকারী।

এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও শিবগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মোট ৩১টি চারকাঁটা ও পাঁচকাঁটা উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ( ৩ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির ধোবড়া খড়কপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় রাস্তার ওপর কাঁটা বিছিয়ে কতিপয় দুষ্কৃতকারী দুটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স আটকানোর চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে ২১টি কাঁটা উদ্ধার করে।

পরবর্তীতে, এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও শিবগঞ্জ থানা পুলিশ। তাদের যৌথ অভিযানে কাঁটা তৈরির কারিগর (লেদ মিস্ত্রি) ইসমাইল হোসেনকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় লেদের ঘর থেকে আরও ১০টি কাঁটা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো- আব্দুস সামাদ (২৪), জানিবুল ইসলাম (৩৫), সনি আহমেদ (২৪), আতিকুল ইসলাম শাওন (২০) , সাদমান সাকিব লিপু (৩২), সারোয়ার জাহান (২৬) ও শাহাদাত হোসেন (৩২)।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours