মিলটন ওয়াদাদার কক্সবাজার সদর
কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ শিবির থেকে বৃহস্পতিবার (২৮জানুয়ারী) দুপুর থেকে তৃতীয় দফায় প্রায় তিন হাজার রোহিঙ্গা শরণার্থীকে নোয়াখালী ভাসানচড়ে স্থানান্তর করা হচ্ছে।
কক্সবাজার অতিরিক্ত শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান,যেসব রোহিঙ্গা স্বেচ্ছায় যেতে আগ্ৰহী হয়েছে এমন প্রায় তিন হাজার রোহিঙ্গা তালিকা তৈরি করা হয়েছে।
ইতিমধ্যে তাদেরকে উখিয়া ডিগ্ৰি কলেজ মাঠ ও ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাদেরকে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম নৌবাহিনীর জেটি ঘাটে নিয়ে যাওয়া হবে।পরে ওখান থেকে ট্রলারে করে রোহিঙ্গাদের ভাসানচড়ে নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য গত ৪ডিসেম্বর প্রথম ধাপে ১হাজার৬৪২জন, এবং ২৯ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১হাজার ৮০৪জনসহ মোট ৩হাজার ৪৪৭জন রোহিঙ্গাকে ভাসানচড়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া সাগর থেকে উদ্ধার করে ঐ দ্বীপে ৩০৫জন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মিয়ানমার থেকে ২০১৭ সালের ২৫আগস্টের পর থেকে আসা ৭লাখ৪১ হাজার ৮৪১জন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। বর্তমানে ২০২০সালের ৫আগস্টের হিসাবে রোহিঙ্গা সংখ্যা ১১লাখ ১৮ হাজার ৫৭৬জন।
বাংলাদেশ সরকার তাদের মধ্যে থেকে ১লাখ রোহিঙ্গাকে ভাসানচড়ে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে।এ প্রক্রিয়া শুক্রবার ও(২৯জানুয়ারী) চলবে।
+ There are no comments
Add yours