চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে এক লাফে বেড়ে গেছে দাম।
বিভিন্ন বাজারে পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। শনিবার (৯ ডিসেম্বর) সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে পেঁয়াজের দামের এমন অস্থিতিশীলতায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের দাবি, বাজার মনিটরিং করে যেন জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বাজার মনিটরিং বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী বলেন, গতকাল রাত থেকে পেঁয়াজের বাজারে অসাধু কিছু ব্যবসায়ী দাম বাড়িয়েছে। আমরা কাজ করছি। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হবে।
+ There are no comments
Add yours