রিয়াদে চট্টগ্রাম সমিতির মেজবানের প্রস্তুতি সম্পন্ন

Estimated read time 1 min read
Ad1

০৭ ডিসেম্বর বৃহস্পতিবার রিয়াদ সময় রাত ১০ ঘটিকায় রিয়াদস্হ বাথহা সানসিটি ক্লিনিক মিলনায়তনে চট্টগ্রাম সমিতি-রিয়াদ এর ‘চাটগাঁইয়া মেজ্জান উদযাপন কমিটির’ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম সমিতি-রিয়াদ এর সভাপতি ডাঃ শেখ মমতাজুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে চাটগাঁইয়া মেজ্জান উদযাপন কমিটির আহ্বায়ক মোছলেহ উদ্দীন মুন্না ও চট্টগ্রাম সমিতি-রিয়াদ এর সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সিকদার এর যৌথ সঞ্চানালয়ে এতে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সমিতি-রিয়াদ এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী তানভীর সিকান্দার, স্মরনিকা ‘চাটগাঁইয়া মেজ্জান’ এর প্রধান সম্পাদক সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, চট্টগ্রাম সমিতি রিয়াদ এর উপদেষ্টা জাহাঙ্গীর আলম ভূঁইয়া,চট্টগ্রাম সমিতি-রিয়াদ এর সহ-সভাপতি প্রকৌশলী জামাল হোসেন পাভেল, সহ-সভাপতি প্রকৌশলী হারুন রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ, এস্কান্দর সিকদার, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এনামুল হক, স্মরনিকা ‘চাটগাঁইয়া মেজ্জান’ উপ-সম্পাদক আজিজ তালুকদার, গোলাম কিবরিয়া চৌধুরী,রাশেদ চৌধুরী, হোসাইন সোহেল, আক্তার হোসেন, আজিজুল হক লিটন, ওমর ফারুখ শিকদার, আব্দুল্লাহ আল রোমান প্রমুখ নেতৃবৃন্দ।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রিয়াদে চট্টলবাসীর বহুল প্রতিক্ষিত ও কাংখিত চাটগাঁইয়া মেজ্জান। এ উপলক্ষে ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজ্জান এর স্বাদ যথাযথ নেয়ার জন্য চট্টগ্রাম থেকে ভিজিট ভিসায় আনা হচ্ছে মেজবানী রান্না বান্নার খ্যাতিমান বাবুচী।

ইতিমধ্যে বাংলাদেশ থেকে এসেছে অনুষ্ঠানের শোভাবর্ধনে সাদা গেন্জীর উপরে কালো মনোগ্রামে চাটগাঁইয়া মেজ্জান এর লগু সম্বলিত টি-শার্ট ও অর্ধ শতাধিক পুরুস্কারের জন্য (র‍্যাফল ড্র কূপন)। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডা: শেখ মমতাজুল ইসলাম বাপ্পির হাতে তা উম্মোচন ও হস্তান্তর করেছেন চাটগাঁইয়া মেজ্জান উদযাপন কমিটির আহ্বায়ক মোছলেহ উদ্দীন মুন্না।

২১ ডিসেম্বর অনুষ্ঠানটিকে সফল সুন্দর ও প্রানবন্ত করবার প্রত্যয়ে কয়েকটা উপ-কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক তত্বাবধানে থাকবেন মোছলেহ উদ্দীন মুন্না, প্রকৌশলী তানভীর সিকান্দার, সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, প্রকৌশলী এনামুল হক, হোসাইন সোহেল প্রমুখ।

অভ্যর্থনা উপ-কমিটিতে থাকবেন- সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনসহ ৪-৫ জন সদস্য। শৃংখলা উপ-কমিটিতে থাকবেন আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে এস্কান্দর শিকদার, সিরাজুল মোস্তফা, আক্তার হোসেন, রাশেদ চৌধুরী, আজিজ তালুকদার, আজিজুল হক লিটন, ইরফানসহ অধিক সংখ্যক সদস্য। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় থাকবেন জসীম উদ্দীন তালুকদারসহ ৪-৫ জন সদস্য, কিচেন ম্যানেজমেন্ট নেতৃত্বে থাকবেন সোহাইল উল্যাহ, প্রকৌশলী জামাল হোসেন পাভেল, প্রকৌশলী হারুন রশিদ, প্রকৌশলী এনামুল হকসহ ৩-৪ জন।

চাটগাঁইয়া গান ও নৃত্যে প্রবাসীদের মনমাতাতে রিয়াদে অবস্হান করছেন বাংলাদেশ থেকে আসা কিছু সঙ্গীত শিল্পী। ধারনা করা হচ্ছে প্রায় ২০০০ রিয়াদ প্রবাসীর প্রানবন্ত উপস্হিতিতে চাটগাঁইয়া মেজ্জান একটি ঐতিহাসিক মাইলফলক সৃষ্টি করবে রিয়াদের বুকে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours