সদর হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন। এমপি সাইমুম সরওয়ার কমল।
————–
কক্সবাজার সদর প্রতিনিধি মিলটন ওয়াদাদার।
কক্সবাজার জেলার সদর হাসপাতালে গত ২৭ জানুয়ারী সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কক্সবাজার-৩, আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বৃহস্পতিবার ২৮জানুয়ারী পরিদর্শন শেষে জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে ও সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমপি সাইমুম সরওয়ার কমল আগুন নিয়ন্ত্রণে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানান। হাসপাতালের রোগী, তাদের স্বজন, সাধারণ মানুষের আতংকিত ও উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে উল্লেযোগ্য কোন ক্ষয়ক্ষতি হয়নি। সবকিছু সুরক্ষিত আছে। কোন হতাহত ও হয়নি।
হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ও অন্যান্য নিয়মিত কার্যক্রম এখন স্বাভাবিক ভাবে চলছে।
এমপি সাইমুম সরওয়ার কমল বলেন, আগুনে পুড়ে যাওয়া দেওয়ালে সিমেন্টের আস্তরের সামান্য যে ক্ষতিগ্রস্থ হয়েছে,তা সহসাই সংস্কার করা হবে জানান।
পরিদর্শনকালে এমপি সাইমুম সরওয়ার কমল এর সাথে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: নওশাদ রিয়াদ, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রুস্তম আলী চৌধুরী, চিকিৎসক, সাংবাদিকসহ সকলে উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours