সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। অর্থাৎ বেলা বাড়তেই তাপমাত্রার পারদ কমছে।
এর আগে রোববার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এদিন সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, এখন থেকে এ অঞ্চলের তাপমাত্রা কমতেই থাকবে এবং শীতের তীব্রতা বাড়বে।
+ There are no comments
Add yours