শত চেষ্টার পর ট্রেনে টিকিটবিহীন যাত্রী কমানো যাচ্ছে না। এক ট্রেনেই শনাক্ত হয়েছে ২০০ জন টিকিট ছাড়া যাত্রী। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে।
ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। তাদের থেকে জরিমানা আদায় হয়েছে ৬০ হাজার টাকার বেশি। আজ (১১ ডিসেম্বর) মধ্য রাতে ট্রেনটিতে থাকা রেলওয়ে পশ্চিমের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ‘জেনারেল ম্যানেজার ওয়েস্ট-বাংলাদেশ রেলওয়ে’ ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
ঘটনার বিবরণে বলা হয়, ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে প্রচণ্ড ভিড় দেখা যায়। অনেক যাত্রী ভুল করে এসি কোচে উঠে পড়ায় তাদের নন এসি কোচে পাঠিয়ে দেওয়া হলো।
বিনাটিকিটের যাত্রীদের দৌরাত্ম্য কমেনি, তাদের প্রথম পছন্দ এসি চেয়ার। আসনবিহীন টিকিট কেটে এসিতে অবস্থান করার স্বপক্ষে তাদের যুক্তির যেন শেষ নেই। আমার ভাই যুগ্ম সচিব, আমি রেলেওয়ের জিএম-এর আত্মীয়, আমার ভাই ট্রেন চালায়। কেউ কেউ টেলিফোন এগিয়ে দেন, বিশ্বাস না হলে একটু কথা বলেন। চক্ষু বুজে সসম্মানে তাদের বের করে দেওয়া হলো। তবে চেকিংকালে নন এসিতে ভিড়ের মধ্যে অন্যরা ঢুকবে কি না দ্বিধান্বিত ছিলেন, কিন্তু জিএম ভিড়ের মধ্যে ঢুকে পরায় সবাই আমাকে অনুসরণ করতে বাধ্য হলো।
+ There are no comments
Add yours