স্বাধীনতার পঞ্চাশ বছর
ইসমাইল আহমেদ(সাগর)
রক্তে পাওয়া আমার বাংলা ভূমি,
হারিয়ে যেতে দিব না একটুখানি।
এটা তোমার আমার বাংলা বাণী,
গর্জে উঠো সকল সশস্ত্র বাহিনী।
দেশের কল্যাণে গড় বাধ,
শত্রুপক্ষকে রুখে দিতে করব প্রতিবাদ।
আজ পঞ্চাশতম জন্মদিনে দেশ,
জাগো বাঙ্গালি আজ আনন্দে বেশ।
যাদের অবদানে পেয়েছি এই স্বাধীন দেশ,
সবার মধ্যে সেরা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব।
বঙ্গবন্ধুই জালিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত দেশে আলোর প্রদীপ।
+ There are no comments
Add yours