ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলার জন্য তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন ধলপুর সিটি পল্লির বাসিন্দারা। এ সময় শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে আসেন।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ধলপুরে ডিএসসিসির মালিকানাধীন ৪ ও ৫ তলাবিশিষ্ট দুটি ভবনে দক্ষিণ সিটিতে অন্তর্ভুক্ত নতুন ৫টি অঞ্চলের জন্য ৫টি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়রের গাড়ি আগেই পার হয়ে যাওয়ায় অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলরের গাড়ি বিক্ষোভকারীরা প্রায় আধা ঘণ্টা আটকে রাখেন। এ সময় তারা গাড়ির ওপর হাত ও কপাল চাপড়ে বিলাপ করেন এবং মেয়রের সঙ্গে কথা বলতে চান। পরে ডিএসসিসি কর্মকর্তাদের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেন।
বিক্ষোভকারীরা বলেন, ১০ মাস আগে ২৩০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। তখন বলা হয়েছিল বস্তি থেকে না সরলে পুলিশ, বিজিবি, আনসার এসে আমাদের গরম পানি দিয়ে উঠিয়ে দেওয়া হবে। এসব ভয় দেখানোর পরেও আমরা উঠিনি। এরপর সিটি করপোরেশনের লোক এসে সিটি করপোরেশনের গাড়ি দিয়ে আমাদের উচ্ছেদ করে।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার কালবেলাকে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। দাবি-দাওয়া নিয়ে তারা (বস্তিবাসী) সড়কে দাঁড়িয়েছিলেন বলে শুনেছি।
+ There are no comments
Add yours