নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধে স্মারকলিপি প্রদান করে ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্ফার্স (এনসিটিএফ)।
সােমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যলায় জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মােহাম্মদ সাইদুল আরীফ এবং জেলা নির্বাচন অফিসার মা. জিলহাজ উদ্দিন বরাবর এ স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্তিত ছিলেন কুড়িগ্রাম জেলা এনসিটিএফ সভাপতি মার্জিয়া মেধা, সহ-সভাপতি ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদাত সিফার সিলভী, শিশু সাংবাদিক শিথিল আহম্মেদ শিশির, কামরুনাহার কনা, শিশু গবেষক সুব্রত চদ্র নিলয়, জানাতুল ফেরদস যুথি, চাইল্ড পার্লামেট সদস্য সংগ্রামী সাফিয়া বরণ, ইয়েস বাংলাদেশের জেলা ভলাটিয়ার রেজওয়ানুল হক নুরনবী, খাদিজা আক্তার প্রমুখ। উল্লেখ্য, নির্বাচনী প্রচার-প্রচারণা, পােস্টারিং, মাইকিং, নির্বাচনী মিছিল অংশগ্রহণ যা শিশুদের সুরক্ষাকে বিঘ্নিত করছে।
ফলে জেলার শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ও সুরক্ষার জন্য রাজনৈতিক দল ও নির্বাচনী প্রার্থীদের নির্বাচনী কর্মকান্ডে শিশুদের ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলােতে প্রয়াজনীয় পদক্ষেপ গ্রহণ ও নির্দশনা প্রদানের লক্ষে এ স্বারকলিপি দেয়া হয়।
+ There are no comments
Add yours