জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

Estimated read time 1 min read
Ad1

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটির সুচনালগ্নে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামবে এবং ফুলে ফুলে ভরে উঠবে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদদের স্মরণে ফুল দিয়ে শদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ লাখো জনতা।

ইতোমধ্যে ১৬ ডিসেম্বর উপলক্ষে ধোয়ামোছা ও প্রস্তুতির জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে স্মৃতিসৌধে। শেষ হয়েছে, সকল প্রস্তুতির কাজ।

মহান স্বাধীনতা আর বিজয়ের স্মারক জাতীয় স্মৃতিসৌধ। এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনে দেওয়া জাতির বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবে দেশের সর্বস্তরের মানুষ। লাখো মানুষের ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি।

সেই আয়োজনের প্রস্তুতি এখন চূড়ান্ত। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ বেদিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে জাতীয় স্মৃতিসৌধে শুরু হবে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। বিউগলে বাজবে করুন সুর। উত্তোলন করা হবে জাতীয় পতাকা। নিবিড় পর্যবেক্ষণ ক্যামেরার আওতায় আনা হয়েছে স্মৃতিসৌধের ভেতরে ও বাইরের এলাকা।

থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রস্তুত রয়েছে সাভার উপজেলা প্রশাসনও। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। জাতি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করবে স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। বিনম্র শ্রদ্ধা জানাবে নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ এবং সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি।

নিরাপত্তার ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান রিপন বলেন, আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুরো সাভার উপজেলা জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সৌধ এলাকাসহ মহাসড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সৌধ এলাকার চারদিকে কয়েকশ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। শতভাগ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours