নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম রমিজুল ইসলাম। তিনি ফার্মেসির আড়ালের সংগঠন পরিচালনার জন্য বিভিন্ন মাধ্যম থেকে অর্থ সংগ্রহ ও অর্থায়ন করতেন।
শুক্রবার ভোরে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, ৪টি নিষিদ্ধ বই ও ৪টি জঙ্গিবিষয়ক লিফলেট।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, রমিজুল আনসার আল ইসলামের অন্যতম সদস্য। তিনি সংগঠনের ঢাকা ও ময়মনসিংহ জেলার অন্যতম প্রধান সেকশন চিফ।
এর আগে গ্রেপ্তার আশিকুর রহমানের অন্যতম সহযোগী। তিনি সংগঠনের বিভিন্ন মাধ্যম থেকে সংগঠন পরিচালনার জন্য তার ফার্মেসি ব্যবসার আড়ালে বিভিন্ন পন্থায় অর্থ লেনদেন করতেন।
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে গোপন বৈঠক, পার্শ্ববর্তী দেশের সমমনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সদস্যদের হিযরতে যেতে সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
+ There are no comments
Add yours