
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে সফল ফ্রাঞ্চাইজিভিত্তিক দল মুম্বাই ইন্ডিয়ান্স।
রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের ভার দিয়েছে মুম্বাই। ২০২৪ মৌসুমের জন্য নতুন অধিনায়ক হিসেবে পাঁচবারের শিরোপাধারীদের নেতৃত্ব দেবেন ডানহাতি পেস অলরাউন্ডার।
শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে হার্দিককে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিককে নিজেদের ডেরায় ভিড়িয়েছিল নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স। সেখানে গিয়ে প্রথম মৌসুমেই গুজরাটকে শিরোপা উপহার দেন হার্দিক। এমনকি পরের মৌসুমেও রানারআপ হয়েছিল গুজরাট।
গত আসরেও মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। তবে রোহিত নেতৃত্ব ছাড়লেও দল ছাড়ছেন না। জানা গেছে, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের একজন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন ভারত অধিনায়ক। মুম্বাইকে নেতৃত্ব দিয়ে ৫ বার শিরোপা উপহার দিয়েছেন রোহিত। এবারের আইপিএলে নতুন রোহিতকে দেখতে পারবেন দর্শক-সমর্থকরা।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours