সদর উপজেলায় ৮ হাজার কুকুরকে দেওয়া হবে টিকা

Estimated read time 0 min read
Ad1

মিলটন ওয়াদাদার কক্সবাজার সদর

কক্সবাজার সদর উপজেলায় (৩১জানুয়ারী) বাংলাদেশ  থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে শুরু হয়েছে কুকুরের টিকাদান কর্মসূচি।
সদর পৌরসভায় ও ১০টি ইউনিয়নে মোট ৮ হাজার কুকুরকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার (৩০জানুয়ারী) সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কর্মসূচি বাস্তবায়নে আয়োজিত অবহিতকরন সভায় এ তথ্য জানানো হয়।
এরই মধ্যে কক্সবাজার পৌরসভায় ১৪টি ও প্রতিটি ইউনিয়নে ৩ টি করে টিম মোট ৪৪টি টিম বিভক্ত হয়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে।এই টিকাদান কর্মসূচি চলবে ৪জানুয়ারী পর্যন্ত।
অবহিতকরণ কর্মশালা সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আলী এহেসান,ডিজিএইচএসের সিডিসি ডাঃ সৈয়দ মাহমুদ উল্লাহ,ডিজিএইচএসের মোঃ রাসেল খান, মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, মোঃ আসাদুজ্জামান সুমন।
সভায় আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ সেলিম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামসহ বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক বিকাশ চন্দ্র দে অবহিতকরণ সভা পরিচালনা করেন।
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours