আগামী বছরই রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। যেখানে এবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়। তবে, এবার তার প্রার্থী হওয়ার ধরন বেশ আলোচনার জন্ম দিয়েছে।
রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, এবার দলীয় টিকিটে নয়, বরং ব্যাপক সমর্থন নিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনপন্থি দুই আইনপ্রণেতার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়, দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ভ্লাদিমির পুতিন। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে আরও ছয় বছরের মেয়াদের জন্য তিনি জয়ী হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
রাশিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা আন্দ্রেই তুরচাক আরআইএকে বলেন, পূর্ণাঙ্গ সমর্থন থাকা সত্ত্বেও পুতিন ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
দেশটির আরেক রাজনৈতিক দল জাস্ট রাশিয়া পার্টির জ্যেষ্ঠ রাজনীতিক সের্গেই মিরোনোভও পুতিনকে সমর্থন করেন। তিনি আরআইএকে বলেন, পুতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করা হবে।
পুতিনের সমর্থকরা বলেছেন, তিনি শৃঙ্খলা, জাতীয় গর্ব এবং সোভিয়েত আমলের পতনের সময়কার রাশিয়ার কিছু প্রভাব পুনরুদ্ধার করেছেন। ইউক্রেনে তার যুদ্ধ পুতিনের ভাষায় যা ‘বিশেষ সামরিক অভিযান’ তা ন্যায়সঙ্গত বলেও মনে করেন তারা।
+ There are no comments
Add yours