চট্টগ্রাম শহরের পূর্ব বাকলিয়া শাহ আমানত সেতু সংযোগ সড়ক সংলগ্ন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “কামালে ইশকে মুস্তফা (দঃ) কমপ্লেক্স ট্রাস্টের নির্বাচন। নবনির্বাচিত কমিটি গঠনকল্পে প্রতিষ্ঠানের সদস্যদের স্বতস্পুর্ত অংশগ্রহনের মাধ্যমে গত ১৫ ডিসেম্বর ২০২৩ইং প্রতিষ্ঠানের কেন্দ্রীয় দরবার শরীফ (কালিপুর, বাঁশখালী, চট্টগ্রাম) এ উৎসাহ উদ্দীপনায় ব্যালটের মাধ্যমে ৩য় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়।
৩৩ জন প্রার্থীর মধ্যে সংখ্যা গরিষ্ট ভোট প্রাপ্তির ক্রমান্নয়ে ১১ জন প্রার্থীকে প্রাথমিক নির্বাচিত ঘোষণা করা হয়েছে।তোয়াহা মুহাম্মদ মোদাচ্ছির ২৯৩ ভোট পেয়ে ১ম, এম,এম,মাহবুবুল ইসলাম টুকু ও মুস্তফা কামাল উদ্দিন প্রত্যেকে ২৮৪ ভোটে ২য়, জাহাঙ্গীর আলম ২৮৩ ভোটে ৩য়, সেকান্দরুল হক রুমি ২৬৬ ভোটে ৪র্থ, ছৈয়দ মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ কাশেম প্রত্যেকে ২৫৪ ভোট পেয়ে ৫ম, মোহাম্মদ কলিম উল্লাহ ২৫১ ভোটে ৬ষ্ট, গোলাম মাহমুদ ইমু ও ২৪৪ ভোটে ৭ম, ৯) মোহাম্মদ ইয়াকুব ২০৬ ভোটে ৮ম, ইমতিয়াজ আহমদ চৌধুরী ১৬৮ ভোটে ৯ম স্থান অধিকার করেন।
বিশিষ্ট পারফিউম ব্যবসায়ী মোহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক কর্মকর্তা আবদুল আজিজ ও সমাজসেবক ফজলুল হক চৌধুরী নির্বাচন পরিচালনার সুষ্ঠভাবে দায়িত্ব পালন করেন।
+ There are no comments
Add yours