ফরিদপুরের আলফাডাঙ্গায় এক রাতে ৩টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
গ্রেপ্তার যুবক সনাতন মালো ওরফে সোনাই আলফাডাঙ্গা পৌর সদরের মৃত নিতাই মালোর ছেলে। রোববার (১৭ ডিসেম্বর) রাত ২টার দিকে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক বিনয় বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চুয়াল্লিশের মোড় নামক এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিজয় দিবসের রাতে আলফাডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় হরি মন্দির, শ্রী বিষ্ণু পাগলের মন্দির এবং ৭ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী দামুদর আখড়া মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। ৩টি মন্দিরের মোট ১০টি প্রতিমা ভাঙচুর করা হয়। প্রতিমা ভাঙচুরের পরের দিন ১৭ ডিসেম্বর আলফাডাঙ্গা থানায় একটি মামলা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম (সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, আলফাডাঙ্গা থানার ওসি সেলিম রেজাসহ পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা।
উল্লেখ্য, এ ঘটনায় প্রতিবাদে শনিবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিক্ষোভ মিছিল এবং রোববার ১৭ ডিসেম্বর আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় মানববন্ধন করে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ সনাতনী বিভিন্ন সংগঠন।
+ There are no comments
Add yours